প্রলয় পালের কাছে মুখ্যমন্ত্রী দলের জন্য সাহায্যের আবেদন করলো

আজকে  বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ  সভাপতি  প্রলয় পালের সাথে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের একটি অডিও কল  রেকর্ড  ফাঁস  হয়  বৈদ্যুতিক চ্যানেল  নেটওয়ার্কে ।যদিও তারা বলেন এই বিষয়টির  সত্যতা যাচাই করা হয়নি ।রেকর্ডেড  কণ্ঠে  এক মহিলার গলা  সোনা যায় ,যার গলাটি  মুখ্যমন্ত্রীর বলে সবাই বলছে কল  রেকর্ডে মুখ্যমন্ত্রী প্রলয়  বাবুকে  বলছেন  তাদের দল  কে একটু সাহায্য করে দিতে ।তিনি এও  বলেন প্রলয় তুমি দেখবে কোনো অসুবিধা হবেনা ।উল্লেখ্য তমলুক সাংগঠনিক জেলাটি নন্দীগ্রাম বিধানসভার মধ্যেই পরে ।