নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ নবান্নে রাজ্য মন্ত্রী সভার বৈঠকে স্থির হয় যে তাজপুর বন্দর রাজ্য সরকার নিজের ক্ষমতা বলেই তৈরী করবে । রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন কেন্দ্রের সঙ্গে মৌ চুক্তি হয়েছিল কিন্তু তার ফলে কোনো লাভ হয়নি রাজ্যের , তাজপুর বন্দরের বাস্তবায়ন অনেক দূরে সরে গিয়েছে । তাই রাজ্য সরকার ওই চুক্তি বাতিল করে নিজেদের তক্তাবধানে তাজপুর বন্দর তৈরী করার সিদ্ধান্ত নিয়েছেন । কি ভাবে বন্দর তৈরী হবে তা এখনো স্পষ্ট হয়নি ।