প্রাকৃতিক গ্যাসের উত্তোলন শুরু করবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  আগামী  ২০২০-২১ অর্থবর্ষ থেকে  বঙ্গোপসাগরে কেজি  -ডি  ৬  ব্লকের  আর  ক্লাস্টার্স  থেকে গ্যাস উত্তোলন শুরু করবেন রিলায়েন্স  ইন্ডাস্ট্রিজ । উল্লেখ্য ২০১৭ সালে  যৌথ  ভাবে  এই ক্ষেত্রে  ৪০,০০০ হাজার কোটি টাকা  লগ্নির কথা জানিয়েছিল রিলায়েন্স  এবং তার সহযোগী  বিপি ।খবর  আছে  দিনে  ৩.৫ কোটি  ঘন  মিটার  গ্যাস  উত্তোলনের  সম্ভাবনা আছে ।