প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পৈর্তৃক বাড়ির পুজো

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ভারতের  প্রাক্তন রাষ্ট্রপতি  প্রণব মুখার্জি  ভারতে  থাকলে প্রতি বছর  তার  পৈতৃক ভিটে বীরভূমের কীর্ণাহারে  মিরাটি  গ্রামে এই পুজোতে যোগদান করেন । প্রায় ১২৫ বছরের  পুরোনো এই পুজো । তার  প্রপিতামহ  জঙ্গলেশ্বর  মুখার্জি এই পূজা  শুরু করেন । দূর দূরান্ত থেকে  গ্রামের  লোক মুখাৰ্জী পরিবারের  পুজো দেখতে আসে এবং দেবতার  প্রণাম  গ্রহণ করে । উনি একবার এই  পুজোতে  পৌরোহিত্য করেছিলেন যখন তিনি ভারতের  অর্থমন্ত্রী ,দূর দূরান্ত গ্রামের থেকে লোকেরা  এই পরিবারের পুজো দেখতে আসেন এবং প্রসাদ গ্রহণ করেন ।