প্রেমিকাকে বিয়ে করতে গিয়ে যুবককে মারধর

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:চার বছরের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিতে জলপাইগুড়ি শহরের যোগমায়া কালীবাড়িতে শনিবার রাতে বিয়ে করতে এসেও শেষপর্যন্ত তা সম্ভব হল না। যুবতীর দাদা পিছু ধাওয়া করে এসে মন্দিরের সামনে রীতিমতো হট্টগোল পাকিয়ে দেয়। যুবককে মারধর করলে কপালে আঘাত লেগে রক্তাক্ত হয়ে যায়। ওই দৃশ্য দেখে বাসিন্দারা পুলিসে খবর দেন। কোতোয়ালি থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে যুবক-যুবতী ও তাঁর দাদাকে থানায় নিয়ে যায়। দুই পরিবারের লোকেরাও গভীর রাতে খবর পেয়ে থানায় ছুটে আসেন। স্থানীয় পঞ্চায়েত সদস্যও থানায় আসেন। যদিও মারধরের ঘটনার পর থানায় বসে পাত্রীর মনস্থির করেন এখন আর বিয়ে করবেন না। কলেজ পড়ুয়া মেয়েকে বাড়িতে নিয়ে যান পরিবারের লোকজন। রক্ত ঝড়লেও যুবক তার প্রেমিকার দাদার বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি।