প্লাজমা দান করে মানবিকতার উদাহরণ রাখলেন বাম নেতা ফুয়াদ হালিম

সিপিআই এম নেতা ও পেশায় চিকিৎসক ফুয়াদ হালিম নেশায় রাজনৈতিক ,এই নেশার টানে কখনো তিনি
কম মূল্যে ডায়ালাইসিসের ব্যবস্তাহ করেন রোগীদের আবার কখনো অক্সিজেন যোগাড় করেন রোগীদের জন্য ,এই দিন কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে করোনা রোগীদের জন্য প্লাজমা দান করলেন তিনি । এই বছরে ৭ বার প্লাজমা দিলেন তিনি যা বিশ্ব রেকর্ডার সামিল ।