পয়লা বৈশাখ ১৪২৭

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : এটি  সাধারণত  ১৪-১৫ এপ্রিল পরে থাকে । বাংলা  ক্যালেন্ডার অনুযায়ী  এটি বৈশাখ মাসের প্রথম দিন। সারা পশ্চিমবঙ্গ  ত্রিপুরা  আসামের  একটা অংশ এবং গোটা বাংলাদেশ জুড়ে এই অনুষ্ঠান পালিত হয়ে থাকবে। এই দিনটি সামাজিক ভাবে মানুষে মানুষে মেলবন্ধনের দিন বিশেষ করে দোকানিরা এই দিনটি তাদের হালখাতা  করেন । ঠাকুরবাড়িতে  পুজো  দিয়ে তারা লাল  রঙের খেরো  খাতায় টাকাকে  সিধুরে মাখিয়ে নতুন খাতার শুভ সূচনা  করেন এবং গ্রাহক দের  দোকানে আমন্ত্রণ জানিয়ে  মিষ্টি  মুখ করান ।