খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রাজগঞ্জ ব্লকের উৎপাদিত ফসল শিলিগুড়ি কলকাতা বিহার অসমে পাঠানো হয়। লক ডাউনে বাদাম ভুট্টা চাষ করে দাম পাননি চাষীরা।অতিবৃষ্টিতে ফুলকপি ঝিঙে লাউ চালকুমড়ো গাছ মরে গেছে। আমন ধানও বৃষ্টি ও পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত। কৃষি দপ্তরে জানালেও কোন সাহায্য পাওয়া যায় নি। ব্লকের কৃষি আধিকারিক জানান যাদের শস্য বিমা রয়েছে তারা বিমার টাকা পাবেন টাকা কিনা তার জন্য সোমবার এলাকা পরিদর্শন করা হবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...