চতুর্থ দফা ভোট চলাকালীন ফাঁস হয়ে গেলো মমতার রাজনৈতিক চাণক্য প্রশান্ত কিশোরের চাঞ্চল্যকর অডিও । এই অডিও ফাঁস হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে রাজনৈতিক মহলে ,উচ্ছসিত বিজেপি তৃণমূল অস্বস্তিতে ।অডিও তে সোনা যাচ্ছে দিল্লির বেশকিছু সাংবাদিকদের সঙ্গে অফ দি রেকর্ড কথা বলছে প্রশান্ত কিশোর ।আসল কথা প্রশান্ত কিশোর কে বলতে সোনা যাচ্ছে সরকার গঠন করারব্যাপারে বিজেপি কেই সাপোর্ট করছে বেশিরভাগ লোকজন ।বিজেপি কে যারা ভোট দেবে তারা তো আছেই এছাড়াও বামেদের থেকে প্রায় ১৫% ভোট চলে যাবে বিজেপির দিকে । বামেরা মনে করছে বিজেপি সরকারে এলে তারা এই রাজ্যে সহজ ভাবে রাজনৈতিক কাজকর্ম করতেপারবে । বাংলাতে নরেন্দ্র মোদির সমর্থক বেশি সেইজন্য তার জনসভা তে ভিড় হচ্ছে ।হিন্দি ভাষাবাসী প্রায় ১ কোটি মানুষ বিজেপি কে সমর্থনকরছে ,এবং দলিত ও তফসিলি জাতির ভোট ব্যাঙ্কের বেশিরভাগ যাবে বিজেপির দিকে ।ধর্মীয় মেরুকরণ বাংলাতে সম্পন্ন হতে পেরেছে তৃণমূলের তুষ্টিকরণের জন্য ।
রাজ্য
নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া নগর উন্নয়ন ও পুর দফতর
রাজ্যের নিয়োগ দুর্নীতি আবহাওয়া বিতর্কের মধ্যে কলকাতা পুরসভা ,পুরনিগম ,নোটিফায়েড এরিয়া অথরিটি ,শিল্প নগর নিগম সহ স্থানীয় পুরপ্রশাসনের সব নিয়োগ "ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস...