ফালাকাটায় দুপুরেও জ্বলে রাস্তার আলো

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক : ফালাকাটা ১ এর গ্রাম পঞ্চায়েত এলাকায় পথবাতি দুপুরবেলাতেও জ্বলতে দেখা যায়। এতে বিদ্যুতের অপচয় হচ্ছে  ও বিলও বাড়ছে। অনেকবার  বিদ্যুতের বিল বাকী  রাখায় বিদ্যুৎ বন্টন সংস্থা পথবাতির  সংযোগ কেটে দেওয়ার কথা বলেছিলো।পঞ্চায়েত  প্রধান বলেন বাতি  জ্বালানো ও নেভানোর জন্য মাইনে  দিয়ে লোক রাখা সম্ভব নয়। স্থানীয় বাসিন্দারা আগে এলাকা হিসাবে সুইচ  অন ও  অফ করতেন।  কিন্তু এখন তারা  তা  করছেন না। তাদের আরও  সচেতন হতে হবে।