ফুটপাত দখলমুক্ত

বিন্নাগুড়ি ৩১ সি জাতীয় সড়কের ফুটপাত দখলমুক্ত  করার জন্য বানারহাট থানার পুলিশ স্থানীয় ব্যবসায়ী সমিতি ও  জাতীয় সড়ক  কর্তৃপক্ষকে নিয়ে একসঙ্গে অভিযান চালায়। ফুটপাত দখল হওয়ায় দুর্ঘটনা লেগেই আছে। আজকের অভিযানকে সমস্ত সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। প্রশাসনের  তরফে  সমস্ত ব্যবসায়ীকে তিন দিনের মধ্যে তাদের মালপত্র সরিয়ে নিতে বলা হয়েছে এবং আবার ফুটপাত  দখল করলে  আইনি ব্যবস্থা নেওয়া হবে । বিন্নাগুড়িতে  এরকম অভিযান মাঝেমধ্যেই চলবে ।