বইমেলা কে কেন্দ্র করে ইস্ট ওয়েস্ট মেট্রো বেশি পরিমানে চালানো হবে

মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বিধান নগরের নগরপাল এক বৈঠক হয়েছে তাতে জানা গিয়েছে শনি ,রবিবার মেট্রোচালানো হবে বইমেলার জন্য ।করুণাময়ী চত্বরে ভিড়ের উপরে নজর রাখতে অতিরিক্ত সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।পাশাপাশি মেট্রো কর্তৃপক্ষ কে জানানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে সব কাউন্টার খুলে রাখতে এবং সব স্টেশনে টোকেন ও স্মার্ট কার্ড খুলে রাখতে ,ট্রেনের সংখ্যা বাড়িয়ে ১২০ করা হবে ।