খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০১৫ সালে বকরি ঈদ ভারতে পালন করা হয় ২৫ সে সেপ্টেম্বর শুক্র বার ,২০১৬ সালে সেটা পালন করা হয় ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার , ২০১৭ সালে সেটা পালন করা হয় ২রা সেপ্টেম্বর শনিবার ,২০১৮ সালে সেটা পালন করা হয় ২২ সে অগাস্ট বুধবার এবং এই বছর সেটা পালিত হবে সোমবার ১২ অগাস্ট এবং ২০২০ সালে সেটা পালিত হবে ৩১ সে জুলাই শুক্রবার , এই সমস্ত দিনগুলি প্রতিবছর ভারতে গেজেটেড ছুটির দিন থাকে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...