সুপ্রিম কোর্ট রাজ্য কে বকেয়া ডিএ মেটানোর জন্য যে সময় দিয়ে ছিল তার শেষ দিনে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে এই বকেয়া ২৫% ডিএ মেটানোর জন্য আরো ৬ হফতা সময় চাইলো রাজ্য সরকার ।আর জি করের ২৫% ডিএ তারা কর্মচারিদের দেবে না । বরং তা জমা রাখবে আদালতের কাছে । একই সঙ্গে তারা ডিএ দেওয়ার নীতিগত বিরোধিতা করে ,বর্তমান আর্থিক পরিস্থিতি কেন্দ্রের বঞ্চনা এবং কর্মচারিদের জন্য খরচের বহরের প্রসঙ্গ তুলেছে সুপ্রিম কোর্টের কাছে ।