
খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:রাজগঞ্জের করতোয়ায় প্রায় চার মাস ধরে বন্ধ থাকা কারখানা খোলার জন্য অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানাল শিল্পোদ্যোগীদের সংগঠন। স্থানীয়স্তরে আলোচনা বারবার ভেস্তে যাওয়ায় তাঁরা এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। এজন্য তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে ১৪ জুন ই-মেলে আবেদন পাঠিয়েছেন। অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একাংশের দাদাগিরির জেরে রাজগঞ্জের একটি বটলিফ ফ্যাক্টরি চারমাস ধরে বন্ধ হয়ে রয়েছে। এতে উৎপাদন বন্ধ থাকায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওই ফ্যাক্টরি মালিক। কারখানার শ্রমিকরাও চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতার মদতে কারখানার ১০ জন শ্রমিক ফ্যাক্টরির মালিক ও ম্যানেজারের উপর চড়াও হয়েছিলেন। এরপর হামলায় জড়িত ১০ শ্রমিককে ছাঁটাই করে মালিকপক্ষ।