বন্ধ থাকলো ট্রেন চলাচল

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   বুধবার  দুপুরে  ডায়মন্ড  হারবার- শিয়ালদাহ শাখার  বাসুল দাঙ্গা  স্টেশনের  কাছে কিছু দুস্কৃতিকারী  ওভার  হেডের  তারে  কলাপাতা ফেলে দিলে  বেশ কিছুক্ষনের জন্য ট্রেন  চলাচল বন্ধ থাকে ,দুপুর ২:৩০ মিনিট নাগাদ  ডায়মন্ড  হারবার গামী ট্রেনটি  ওই স্টেশনে  পৌঁছে আটকে  থাকে ।তারপর রেলের কর্মীরা গিয়ে কলাপাতা  সরালে  আবার ট্রেন চলাচল স্বাবাভিক হয় ।