বরানগরের বিজেপি প্রার্থী করোনা তে আক্রান্ত

কলকাতার বরানগর কেন্দ্রে অভিনেত্রী পার্নো  মিত্র আজ সকালে একটি বিবৃতি দিয়ে জানান ,আমার করোনা রিপোর্ট পসিটিভ এসেছে । তবে  সভার শুভ কামনাতে আশা করি কহিব তারাতারি  সুস্থ্য হয়ে উঠবো ।বর্তমান পরিস্থিতির জন্য আমি  ঘরবন্দি হয়ে রয়েছি ,ভোট দিতে যেতে পারবোনা । যারা গত  কয়েকদিন আমার সংস্পর্শে এসেছেন তারা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন ,সবাই  মাস্ক পড়ুন  আর ভালো থাকুন ।