বর্ধমানে ১ লা জানুয়ারী থেকে নতুন নিয়মে টোটো নিয়ন্ত্রণ করা হবে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : বর্ধমানে  ১ লা  জানুয়ারী থেকে পুরসভা এবং পঞ্চায়েতের টোটো তে লাগানো হচ্ছে আলাদা  রঙের স্টিকার ।প্রসাশন  সূত্রের  খবর ১০০ টি  রুটে ভাগ করে দেয়া হবে টোটো গুলিকে এর ফলে যান জোট অনেকটাই  কমে যাবে । তবে তার আগে  টোটো  গুলিকে ই  রিক্সায়  পরিবর্তিত  করতে  হবে চালকদের  নিতে হবে লাইসেন্স  এবং  ই  রিক্সায়  গুলিতে  উল্লেখ  থাকবে  রুটের এবং ব্যবস্থা  থাকবে বীমার ।রিক্সার উইন্ড স্ক্রিনে  লাগানো থাকবে  রুট  ই  রিকশার  নাম্বার সহ  ড্রাইভিং  লাইসেন্স ।