বস্তিতে এল ই ডি লাগাবে পুরসভা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শহরের  বস্তিতে  এল  ই ডি  আলো  লাগাতে  উদ্যোগী  হল  কলকাতা  পুরসভা । আগামী  বৎসর  কলকাতা  পুর  সভায়  ভোট। এর  আগে  শহরের  সমস্ত  বস্তিতে  এল  ই ডি    আলো  লাগাতে  উদ্যোগী  হল  পুরসভা। পুরসভা  সূত্রে  জানা  যায়  মেয়র  ফিরহাদ  হেকিম  এর  জন্য  বোরো   পিছু  এক  কোটি  টাকা  বরাদ্দ  করেছেন। আগামী  জানুয়ারী   মাসের  মধ্যেই  এই  আলো  লাগানোর  কাজ  শেষ  করতে  বলা  হয়েছে।