বাঁকুড়ার দুটি জনসভা থেকেই সহানুভূতি আদায়ের চেষ্টায় ছিলেন মুখ্যমন্ত্রী

বাঁকুড়া জেলার সালতোড়া এবং ছাতনার জনসভা তে বক্তব্য রাখতে গিয়ে বলেন ,পায়ে খুব যন্ত্রনা হচ্ছে তা
সত্ত্বেও কষ্ট করে আপনাদের কাছে আসতে হয়েছে কারণ আমি না এলে হার্মাদ রা সব নষ্ট করে দেবে । তার পরেই তিনি আবেগতাড়িত হয়ে বলেন ” আঘাত আমার কাছে হেরে যাবে আমি আঘাতের কাছে হারবো না ,আমার এই কষ্ট বাংলা মাকে রক্ষা করার জন্য “।