বাঁকুড়ার পঞ্চায়েতর নেতা রেজাউল করিম পাশে দাঁড়ালো মৃত দেহ সৎকার করতে

ঈদপুরের ৫২ বছর বয়েসী দিন মজুর রোহিত ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলে ,তার আত্মীয় স্বজন ও পাড়াপড়শিরা দেহ সৎকারের জন্য করোনার ভয়ে কেউ এগিয়ে আসেনি ।তার পরে পঞ্চায়েত সমিতির কর্মাধক্য রেজাউল করিম পিপিই কীট পরে আশে পাশের গ্রাম থেকে কয়েকজন তৃণমূলের সদস্য কে জুটিয়েপুর দেহ সৎকার না হওয়া পর্যন্ত রোহিত বাবুর পাশে ছিলেন এবংধর্ম নির্বিশেষে তিনি মানুষের পাশে থেকে একটি নজির গড়লেন ।