আজকে নন্দীগ্রামে তৃণমূল বিজেপির ব্যাপক সংঘর্ষ ৫ জন আহত হয় ।পাশাপাশি অন্যান্য বিধানসভা কেন্দ্র গুলিতেও অবস্থা একই ,এমত অবস্থায় কমিশনের কাছে সুষ্ঠ ও অগাধ নির্বাচন করানোটা একটা চ্যালেঞ্জের বিষয় ।কমিশনের তরফেএকাধিক পর্যবেক্ষক দফায় দফায় আলোচনা করেছে ঠিক কতটা কেন্দ্রীয় বাহিনী দরকার তাই নিয়ে ,জানা যাচ্ছে প্রথম দফা নির্বাচনের আগে৯৫৬ কোম্পনি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলাতে পর্যবেক্ষক দের দাবি অনুযায়ী । বাংলার কোন জেলায় কত বাহিনী মোতায়েন হবে তার একটা
নকশা তৈরি করেছে কমিশন ,প্রতি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৮ জন করে জোয়ান ।