গতকাল পঞ্চায়েত হিংসা নিয়ে বিরোধী দলনেতা সরব হন বিধান সভার মঞ্চে ।বিতর্কে অংশগ্রহণ করে বিরোধী
দলনেতা শুভেন্দু অধিকারী বলেন রাজ্যে ১ কোটির বেশি মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারেন নি । হয় তাদের এলাকাতে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে অথবা ভোট লুট করা হয়েছে ।ভোট লুট হয়েছে তিন স্তরে ১ মনোনয়ন ,২ ভোট দান , ৩ গণনা । প্রতুত্যরে মমতা,শুভেন্দু কে লোড শেডিং করে নন্দীগ্রামে জেতার বিষয়ে খোঁচা দেন ।