খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: পি এম কৃষি প্রকল্প যোজনা প্রধানমন্ত্রী মৎস যোজনা , বিদ্যুৎ উৎপাদনে গতি , দেশকে জল সংকট থেকে পাওয়ায় দিশা দেখাবে। স্বাধীনতা পূর্ত্তির ৭৫ বৎসর কে স্মরণীয় করে রাখতে ৫ লক্ষ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষে চলবে ভারত। এই বিরাট অর্থনীতি শক্তি যোগাবে ভারতের কৃষক, শ্রমিক মৎস্যজীবী ও অনুন্নত শ্রেণীর ও পিছিয়ে পড়া জনগণকে দেশের অর্থনীতি বুনিয়াদ তৈরীর শক্তি জোগাতে। দেশের বেকারদের হাতে কাজ পৌঁছে দেওয়া হল এই সরকারের লক্ষ্য।