বাজেট ও বেকারত্ব

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: সম্প্রতি  সেন্টার  ফর  মনিটরিং  অফ  ইন্ডিয়া  ইকনমি  বা  (CMEI )  প্রকাশিত  তথ্য  থেকে  জানা  যাচ্ছে  দেশে  বেকারত্বের  হার  নভেম্বর  ২০২০  তে  যাচ্ছিল  ৭.৪৮  %  তা  ডিসেম্বর  ৩১  শে   বেড়ে  দাড়িয়েছে   ৭.৭ %  । এই  সংখ্যাটা  গ্রামীণ  এলাকা  থেকে  শহরে  এলাকায়  অনেক   বেশী ।  অর্থনৈতিক  মন্দা   ও  ঝিমিয়ে  পড়া  বাজার  ও  চাহিদার  নিম্ন  মুখিতা   এর  জন্য  দায়ী। বিগত  ৪৫  বৎসরে  থেকে  ভারতীয়  শ্রমিকের  বেকারত্ব  এবার  বেশী । দেশী   কলকারখানা  বন্ধ  ও  বাজার  না  থাকার  দরুন  বন্ধ  হয়ে  যাওয়াই   এর  কারন  এবার  বাজেটে  এই  শ্রমিক  শ্রেণী  কে  নিয়ে  বিশেষ  পথ  দেখতে  হবে  কেন্দ্রীয়  সরকারের ।