বাজেয়াপ্ত হল মাদক

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মাদক  পাচারের  অভিযোগে  দুই  জনকে  গ্রেফতার  করল  পুলিশ ।  কলকাতা  পুলিশ  জানায়  মঙ্গলবার  সন্ধায়   ঠাকুর  পুকুর  এলাকায়  মাদক  পাচার  করছিল  সরফরাজ  আহমদ  ও  আবিদ  আহমেদ।  সম্পর্কে  তারা  মামা  ও  ভাগ্নে ।  খবর  পেয়ে  পুলিশ  গিয়ে  তাদের  গ্রেফতার  করে।  ধৃতদের   কাছ  থেকে  ৫২০  গ্রাম  ওজনের  মাদক  বাজেয়াপ্ত  করা  হয়েছে।