বাতানুকূল লোকাল ট্রেনে ভালো সারা পাওয়া যাচ্ছে

গতকাল সন্ধ্যা তে শিয়ালদাহ ,বনগাঁ ,রানাঘাট রুটে আশা যাওয়ার পথে যাত্রীদের ভালো ভিড় চোখে পড়েছে ।
ওপর দিকে শিয়ালদাহ ,রানাঘাট পথে অগাস্ট মাসে চালু হওয়া ট্রেনে যাত্রীদের ভালো সারা পাওয়া যাচ্ছে । রেল কর্তারা জানাচ্ছেন ,নতুন দুটি ট্রেন নিয়ে শিয়ালদাহ ডিভিশনে বাতানুকূল লোকাল ট্রেনের সংখ্যা দাঁড়ালো ৩। রেল কর্তৃপক্ষ কাছে চাহিদা মেটাতে আরো দুটি বাতানুকূল রেক চেয়ে পাঠানো হয়েছে । শিয়ালদাহ স্টেশনে যাত্রীদের সুবিধার্তে কোলে মার্কেটের দিকে প্রফুল্ল দুয়ার খুলে দেওয়া হবে বলে জানানো হচ্ছে ।