বাবাকে খুনে অভিযুক্ত ছেলে

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বাবা ও ছেলে প্রায় ১ মাস আগে  সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিল। বৃহষ্পতিবার  তারা বাড়ি ফিরে আসার পর ছেলে মাছ বিক্রি করে প্রায় ৩০ হাজার টাকা পায়। বাবা টাকা চাইতেই ছেলে বাবাকে প্রচন্ড মারধর করে। এমনকি  মা ও বাদ  যায়নি।  তারপর বাবাকে শ্বাসরোধ করে খুন  করে। ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে মা হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ জানালে ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে ও বসিরহাট মহকুমা  আদালতে পেশ করে। পুলিশ তদন্ত শুরু করেছে।