বালি লুঠ চলেছে

শিলিগুড়ির মহানন্দার চারপাশ সুন্দর করে  সাজানো হচ্ছে। আবার সেতুর পিলারের আশপাশ থেকে অবাধে বালি পাথর  তুলে নিয়ে  চলে যাচ্ছে  দুষ্কৃতীরা। প্রশাসনের কোন হোলদোল নেই। এখন থেকে বালি পাথর তোলার কোন অনুমতি নেই। নদীতে জল বাড়লে পিলার বসে গিয়ে বিপদের আশংকা আছে। সামনেই বর্ষা আসছে। সেতু ভেঙে বিপর্যয় ডেকে আনতে  পারে।