বাসন্তীতে তৃণমূল নেতার উপরে আক্রমণে উত্তপ্ত এলাকা

সূত্র মারফৎ  জানা গিয়েছে বাসন্তীর তৃণমূল সদস্য অনুপ হালদার  গতকাল সন্ধ্যাতে দলের  কাজে বেরিয়েছিলেন । রাত  ১১ টা  নাগাদ তিনি যখন ফিরছিলেন তখন আমঝোড়া  এলাকাতে  বেশ কিছু দুষ্কৃতী তার পথ  আটকায়  এবং তাকে গুলি করে ,তার সঙ্গী ছিলেন তার ভাই তাকেও এলো পাথারি ভাবে কুপায়  আহত অবস্থা তে তাদের কে ক্যানিং হাসপাতালে  নিয়ে যাওয়া হয়েছে ।তৃণমূল বলছে বিজেপির দুষ্কৃতী কারীরা এই ঘটনা ঘটিয়েছে । বিজেপি অস্বীকার করে ।