খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শনিবার সন্ধ্যায় মালদার নালাগোলা ঝিন্ঝিনিপুর এলাকায় রাজ্যসড়কে একটি দুর্ঘটনা ঘটে।একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটিকে ধাক্কা মারে। ধাক্কার পর ভুটভুটি উল্টে যায়। যন্ত্রচালিত ভুটভুটিটি যাত্রী বোঝাই ছিল। ভুটভুটির কয়েকজন যাত্রী আহত হয়েছে। কারও আঘাত গুরুতর না। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।বাসটি আটক করে পুলিশ তদন্ত করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।