বাস ডাকাতির জন্য তিন জন গ্রেপ্তার

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :ময়গুড়িতে বাস ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের নাম, পরিচয় জানানো হয়নি। তবে সবাই জলপাইগুড়ির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও যাত্রীদের থেকে নেওয়া তিনটি মোবাইল ফোন পাওয়া গেছে। ধৃতরা আগে বড় অপরাধ না করলেও ছোটোখাটো অপরাধের সঙ্গে যুক্ত। পুলিশ জানায় বাকিদের খোঁজ চলছে এবং ধৃতদের বিরুদ্ধে নিৰ্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।