খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :একদল দুস্কৃতি জলঢাকা সেতুর কাছে বাসে ডাকাতি করে টাকা , সোনার চেন , মোবাইলফোন যাত্রীদের কাছ থেকে কেড়ে নেয়। উপাসনা নামের বেসরকারী বাসটি কোচবিহার থেকে করিমপুর যাচ্ছিলো । ধূপগুড়ি ও জলঢাকা সেতুর মধ্যে যাত্রী সেজে তারা ৬ জন বাসে ওঠে। উঠেই ১ জন চালককে আঘাত করে সরিয়ে দিয়ে বাস চালাতে থাকে ও অন্যরা বাসে লুটপাট চালায়। গাড়িতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। অনেকে আহত হন এবং তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...