বাস মালিকরা খুশি

করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে আগের থেকে।১৫ই অগাস্ট পর্যন্ত রাত  ৯টা  থেকে ভোর ৫ টা পর্যন্ত গাড়ি চলাচল নিষেধ ছিল। এতে বেসরকারি বাস মালিকদের অসুবিধা হচ্ছিল। পুলিশের  ধরপাকড়ের ভয়ে তারা সন্ধ্যার  ট্রিপ বন্ধ করে  দিয়েছিলেন। তবে ১৬ তারিখ থেকে এই নিষেধাজ্ঞা ২ ঘন্টা কমে গেছে।  এখন গাড়ি বন্ধ থাকবে  রাত ১১টা থেকে  ভোর  ৫টা। এতে তারা খুশি এবং এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন।