খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সোমবার পূর্ ভবনে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে জল সরবরাহ নিয়ে এক বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে গার্ডেন রিচ জলাধার থেকে বাড়তি কিছু পরিশ্রুত পানীয় জল দেওয়া হবে মহেশতলায় । ঐ বৈঠকে উপস্থিত ছিলেন মহেশতলা পুরসভার চেয়ার ম্যান ও স্থানীয় বিধায়ক দুলাল দাস , পূজালিতে নতুন জল প্রকল্প হওয়াতে বজবজ কে যে জল সরবরাহ করা হত সেই অংশ টুকু এখন মহেশতলা পুরসভাকে দেওয়া হবে।