বায়না না থাকায় ঢাকিদের অসুবিধা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ময়নাগুড়ি ব্লকে কয়েকশো ঢাকি পরিবার আজ কর্মহীন। লক  ডাউনের পর দুর্গাপুজোতেও বায়না আসছে  না।  অন্যান্য বার পুজোর দু মাস আগে বায়না হয়ে যায়। পুজোর সময় সবাই ঢাক বাজাতে অন্য জেলা বা রাজ্যে চলে যেতেন। কিন্তু এবার চিত্র আলাদা। অনেকে ঢাক বাজানো ছেড়ে কেউ সবজির ব্যবসা আবার কেউ বা টোটো, ভ্যান রিক্সা চালাচ্ছেন । এবার ঢাকি ও নতুন ঢাকের চাহিদা নেই। পুজোকমিটিরাও  অল্প বাজেটে  পুজো করছে। পুজোর বায়না ও অর্ধেকে নেমে এসেছে।