গতকাল ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ৫ জেলার ৩০ টি আসনে মোটের উপরে ভোট ছিল শান্তিপূর্ণ ।নির্বাচনী আধিকারিক জানান কমিশনে জমা পড়েছে ৬৮৭টি অভিযোগ তা খতিয়ে দেখা হচ্ছে ।৫ জেলা তে ভোটের হার বাঁকুড়া ৮০.০৩%ঝাড়গ্রাম -৮০.৫৫% পশ্চিম মেদিনীপুর -৮০.১৬% পূর্ব মেদিনীপুর -৮২.৪২% এবং পুরুলিয়া-৭৭.১৩%।রাজ্যের সার্বিক ভোট বিকেল ৫ টা অব্দি পড়েছে ৭৯.৭৯%।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...