বিখ্যাত চিকিৎসক সুবীর দত্ত সহ আরো চারজন চিকিৎসক গতকাল করোনা তে প্রাণ হারালেন

গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে ৫ জন চিকিৎসকের মৃত্যু হয় । গত বছর থেকে এই বছর পর্যন্ত করোনা তে  ১৮৭ জন চিকিৎশোকের করোনা তে মৃত্যু হলো ।গতকাল  ঢাকুরিয়া আমরি  তে  মৃত্যু হয় কলকাতার বিখ্যাত প্যাথলজিস্ট সুবীর দত্তের ।তিনি ২৫ সে এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে অমৃতে ভর্তি হয়েছিলেন ,এপোলো  তে মৃত্যু হয় দুই প্রবীণ চিকিৎসক উৎপল সেনগুপ্ত এবং সতীশ ঘাটা ,আর মেদিনীপুরের তরুণ ডাক্তার সন্দীপ মন্ডল এবং ইডিএফের স্ত্রীরোগ চিকিৎসক দিলীপ চক্রবর্তীর ও মৃত্যু হয় ।