সুপ্রিম কোর্টের নির্দেশে মনিপুর হিংসা তে তদন্ত করার জন্য এবং হিংসার ফলে ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও পুনর্বাসনের উপর নজরদারি করতে তিন প্রাক্তন মহিলা বিচারপতির কমিটি তৈরি করা হবে বলে জানালো সুপ্রিম কোর্ট ।বিচারপতি চন্দ্রচূড়েরবেঞ্চ জানান পাশাপাশি সিবিআই তদন্তে ভিন রাজ্যের ৫ ডেপুটি সুপার স্তরের অফিসার যোগ দেবেন ,এই ছাড়াও মনিপুর তদন্তে যুক্ত ৪২ টি তদন্ত কারী দলে (সিটের ) উপরে ভিন রাজ্যের ডিআইজি স্তরের অফিসারেরা নজরদারি করবে বলে জানা গেছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...