সুপ্রিম কোর্টের নির্দেশে মনিপুর হিংসা তে তদন্ত করার জন্য এবং হিংসার ফলে ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও পুনর্বাসনের উপর নজরদারি করতে তিন প্রাক্তন মহিলা বিচারপতির কমিটি তৈরি করা হবে বলে জানালো সুপ্রিম কোর্ট ।বিচারপতি চন্দ্রচূড়েরবেঞ্চ জানান পাশাপাশি সিবিআই তদন্তে ভিন রাজ্যের ৫ ডেপুটি সুপার স্তরের অফিসার যোগ দেবেন ,এই ছাড়াও মনিপুর তদন্তে যুক্ত ৪২ টি তদন্ত কারী দলে (সিটের ) উপরে ভিন রাজ্যের ডিআইজি স্তরের অফিসারেরা নজরদারি করবে বলে জানা গেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...