বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : রাজ্য বিজেপিতে অন্তর্দলীয় নির্বাচন চলছে মন্ডল স্তরে এবং জেলা স্তরে । প্রক্রিয়া  শেষ হওয়ার  মুখে । বাকি  রয়েছে  রাজ্য  সভাপতি  নির্বাচনের কাজ । সূত্রের খবর  পরবর্তী রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ  ঘোষ  মহাশয়েই । বিজেপির কেন্দ্রীয়  কমিটি ও ২০২১ সাল  পর্যন্ত  দিলীপ  ঘোষ কেই  রাজ্য  সভাপতি হিসাবে চাইছেন । কেন্দ্রীয় পার্টির বক্তব্য সাংসদ  হিসাবে তিনি রাজ্যের সমস্যাগুলোকে  সংসদে  তুলে ধরতে পারবে ।