বিজেপির প্রার্থী নিয়ে হেস্টিংয়ের নির্বাচনী কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী পছন্দ না হওয়াতে বিজেপি কর্মীরা আজকে বিক্ষোভ দেখান হেস্টিংয়ে নির্বাচনী কার্যালয়ের সামনে ।হাওড়ার পাঁচলা ও উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে কয়েক শো বিজেপি কর্মী সমর্থক , প্রার্থী পছন্দ না হওয়াতে আজ বিক্ষোভ দেখায় হেস্টিংয়ের বিজেপি কার্যালয়ের সামনে । তারা পাঁচলার বিজেপি প্রার্থী মোহিত ঘাঁটি ও উদয়নারায়ণ পুরের প্রার্থী সুমিত রঞ্জন কারার কে বদলে দেয়ার কথা বলেন ।