গতকাল বিজেপির সংকল্প পত্রে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এক গুচ্ছ অর্থনৈতিক প্রতিশ্রুতি দেন বঙ্গ বাঁশির জন্য ,যেমন রাজ্যে তারা ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন চালু করবেন ,১০০ দিনের কাজ বেড়েহবে ২০০ দিন ।চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি বাড়বে অনন্যপূর্ণ ক্যান্টিনের মাধ্যমে দিনে বার ৫ টাকার পুষ্টিকর খাবার পাবে রাজ্যবাসী ,এবং রাজ্যের ৫০ টি শহরে ২৫০০ টি মা ক্যান্টিনের মাধ্যমে দিনে ৫ টাকা তে পুষ্টিকর খাদ্য পাওয়া যাবে । বিশ্লেষক মহল বলছেযে রাজ্য সরকারের বিপুল দেনা বিজেপি ক্ষমতায় এলে মুকুব করে দিতে পারে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...