খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিজেপি তে সাত আসন বিশিষ্ট বিধানসভা তে অন্যদল ভাঙিয়েই সরকার গড়ে ছিল বিজেপি । এই বার কনরাড সাংমার এনপিপি লোকসভা ভোটের মুখে ,বিজেপির দুই মন্ত্রী সহ ১৪ জন কে নিজেদের শিবিরে ভাঙিয়ে এনেছে। বর্তমানে দল বদলের খেলায় এনপিপির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ ও কংগ্রেসের ৬। গত মঙ্গলবার রাহুল গান্ধীর অরুণাচল সফর চলাকালীন বিজেপির দুই মন্ত্রী সহ ১৪ জন বিধায়ক যোগ দিয়েছেন এনপিপি তে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...