বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরে ভাংচুর ,বিক্ষোভ এবং আগুনের পাশাপাশি কিছু বিক্ষুব্ধ বিজেপি কর্মী ও সমর্থক দল থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করলো ।রাজ্য নেতৃত্ব বিক্ষুব্ধদের একাংশের সাথে কথা বললো বলে জানা গিয়েছে ।নদিয়ার রানাঘাট এবং উত্তর পশ্চিম কেন্দ্রে সদ্য তৃণমূল থেকে আশা পার্থ সারথি চট্টপাধায়ের নাম বাতিলের দাবিতে বেশ কিছু কর্মী বিজেপিরদফতরে ভাংচুর করে ও তালা ঝুঁলিয়ে দেয় ,একই অবস্থা কল্যাণী ও চাকদহ তে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...