বিজেপি তে যোগ দিলেন তৃণমূলের কাউন্সিলর

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে  প্রধানমন্ত্রী  মোদির  জনসভা হয়ে যাওয়ার পরে  বিজেপি  নেতা  মুকুল রায়ের  উপস্থিতিতে  গঙ্গারামপুর  পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের  কাউন্সিলর  অশোক  বর্ধন  বিজেপিতে যোগ দিলেন  প্রায় ২,৫০০ কর্মীকে   কে নিয়ে । উল্লেখ্য  এই গঙ্গারামপুর পুরসভা একদা বামেদের ঘাঁটি ছিল  এখন তা পুরোপুরি তৃণমূলের দখলে । ইটা  তৃণমূলের  পক্ষে  বিরাট একটা ধাক্কা ।