আজকে বাঁকুড়ার রানিবাঁধের সভাতে অমিত শায়ের পৌঁছাতে কিছুটা দেরি হলেও সেই সভাতে পৌঁছে তিনি
বাঁকুড়া ,পুরুলিয়ার আদিবাসীদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে বিজেপি ক্ষমতায় এলে আদিবাসী উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা খরচা করবে ।এখন তৃণমূল সরকারের সময়ে আদিবাসীদের সংসাপত্র যোগাড় করতে যে ১০০ টাকা ঘুষ দিতে হয় ,বিজেপি সরকার বাড়ি বাড়ি গিয়ে তা পৌঁছে দেবে । ওই এলাকার জলের যে সমস্যা তাও মেটাবে বিজেপি সরকার ।