খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিজেপির সাংসদ তথা রাজ্য যুব বিজেপির সভাপতি সৌমিত্র খাঁ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে যে সম্প্রতি করণাতে মৃত কলকাতা পুলিশের শিয়ালদাহ ট্রাফিক গার্ডের কর্মরত কনস্টেবল দিলীপ সর্দারের পরিবার কে শুধু ১০ লক্ষ্য টাকা দিয়ে সরকার দায় এড়াতে পারে না ।তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেন ৭২ ঘন্টার মধ্যে ওই পরিবারের একজনের চাকরি দিতে ।পাশাপাশি তিনি পুলিশ কর্মী ও আধিকারিকদের উদ্দেশ্যে দাবি করেন যে আপনাদের পরিবারের কেউ মারা গেলে ৭২ ঘন্টার মধ্যে যেন তাদের চাকরি হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...