চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক covishield টিকা বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়াতে উৎপাদনকারী সংস্থা সিরাম কে আইনি নোটিশ পাঠালো অস্ট্রোজেনেকা ।উল্লেখ্য অক্সফোর্ড এবং অস্ট্রোজেনেকা সংস্থার তৈরি covishield প্রতিষেধক ,প্রযুক্তি হস্তান্ত্বরের মাধ্যমে এই দেশে উৎপাদনের অনুমতি পেয়েছে সেরাম ইন্সিটিটিউট ।সিরাম সংস্থার কর্ণধার বলেন দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতে তারা বিদেশে এই প্রতিষেধক পাঠানো বন্ধ করতে বাধ্য হয়েছেন ,তার ফলে আয় ও কমেছে তাদের । দেশে এই প্রতিষেধকের দাম ১৫০ টাকা এবং বিদেশে ১৫০০ টাকা ,ভারতীয় মুদ্রাতে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...