বিদ্যুৎ বিলের বিরোধিতা

বিদ্যুৎ সংশোধনী বিল গতবছর কেন্দ্র লোকসভায় আনার পরিকল্পনা করেছিল। পশ্চিমবঙ্গ সহ  কিছু রাজ্য আপত্তি জানানোয় কেন্দ্র এই নিয়ে এগোয়নি।  তবে  চলতি অধিবেশনে এই বিল পেশ করার সম্ভাবনা দেখা দিয়েছে। এই বিলে গ্রাহককে পুরো বিলের টাকা মেটালে পরে ভর্তুকির টাকা একাউন্টে ফেরত দেওয়া হবে ,আইনি বিবাদের  নিস্পত্তি  পৃথক কমিশনে করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বিল পেশ না করে  দ্রুত আলোচনার দাবি জানিয়েছেন।