খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিধাননগরের পুরোভোটে বহিরাগত এবং ছাপ্পা ভোটের অভিযোগ নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি এবং নাগরিক বৃন্দ ,আশ্চর্য্যের বিষয় হলো প্রয়াত সংগীত শিল্পী দ্বিজেন মুখার্জির ভোট এইদিন পড়েছে বলে খবর হয় । আরেকটিবুথে প্রাক্তন এক পুলিশ কর্তার ভোট দিতে গিয়ে আটক হন এক যুবক পরে চম্পট দেন তিনি ।বিধাননগরের মত বাগুইহাটির জ্যাংড়া ,ওহাতিয়াড়া তে বহিরাগত রা দাপিয়ে বেরিয়েছে বুথে বুথে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...